chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ, সাকিবের ফল নেগেটিভ

খেলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে নেগেটিভ এসেছে আরেক ক্রিকেটার সাকিব আল হাসানের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যার ফল জানা যায় শনিবার রাতেই। দুইদিন আগে বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরেছেন।

শুক্রবার বেলা ১১টায় সাকিবকে দেখা যায় গুলশানে একটি সুপারশপের উদ্বোধনে। এরপরই সাকিবকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অবশেষে দুই দিন পর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।

অপর দিকে দুঃসংবাদই শুনতে হলো মাহমুদউল্লাহকে। আগামী ১০ নভেম্বর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল তার।

পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল মুলতান সুলতান। ওই টুর্নামেন্টে অংশ নিতেই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু করোনার ফল প্রকাশ হওয়ার পর টুর্নামেন্টে অংশ নেওয়ার আর সুযোগ নেই এই অলরাউন্ডারের সামনে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর