chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী ও ননদ জামাই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ডে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী ও ননদ জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকা থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতার আসামীরা হলেন উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার শেখ কুতুবের বাড়ীর মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ও বাদীনির স্বামী মো.ইউসুফ বেলাল (২৬) এবং উপজেলার মুরাদপুর সিরাজ ভুইয়া রাস্তার মাথা এলাকার ভেন্ডার ও বাদীনির ননদের জামাই মো.আব্দুস সালাম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, উপজেলার পৌরসদর ৫নং ওয়ার্ড দক্ষিণ মহাদেবপুর এলাকার বদিউল আলমের মেয়ে সাবিনা ইয়াসমিন থানায় একটি যৌতুকের মামলা দায়ের করেন।

এতে তার স্বামীসহ তার পরিবারের কয়েকজনকে আসামী করা হয়। মামলার সূত্র ধরে সীতাকুণ্ড থানা পুলিশ মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে স্বামী ইউছুফ ও তার বোন জামাই সালামকে গ্রেফতার করে।বুধবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতার দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর