chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে যৌতুকের জন্য নির্যাতন করা হয়-আমেনা বেগম

চট্টগ্রাম মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম বলেছেন, চট্টগ্রামে যৌতুকের অবস্থা খুবই জঘন্য।কনে বাড়ি গরু-ছাগল এমনকি খাবার আইটেম কম দেওয়ার কারণেও নির্যাতন করা হয়।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি)ঐতিহাসিক লালদিঘী ময়দানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মাদক, সন্তাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি বিরোধী মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের খোঁজ রাখুন। সন্তান কার সাথে মিশছে? কোথায় যাচ্ছে তা খেয়াল রাখুন। তিনি বলেন, মেয়র মহোদয় জঙ্গিবাদ দমন করার জন্য সিএমপি কে ১০লক্ষ টাকার অনুদান দিয়েছেন। আপনারা যেকোনো সমস্যায় ৯৯৯ এ কল দিলেই আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব।
সমাবেশে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন, আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪১ ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছি। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই মহাসমাবেশ
এই বিভাগের আরও খবর