chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিস্পত্তি করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এছাড়া সব কারগারে ভার্চুয়াল কোর্ট ভবন নির্মাণ করা উচিত বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আমি, আমার ছোট বোন রেহানা। আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। বিচার চাইতে পারি নাই।

তিনি বলেন, রেহানার পাসপোর্ট দেয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ। সেটা রিনিউ করে দেয়নি। আমাদের বিচারের বাণী নিভৃতে কেঁদেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর