chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধান বিচারপতির অসন্তোষ, সেন্ট্রাল ফাইলিংয়ের চিন্তা

ডেস্ক নিউজ: অনিয়ম থেকে উত্তরণে সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা কার্যকরের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তথ্য গোপন করে একই বিষয়ে হাইকোর্টের দুটি বেঞ্চ জামিন করানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভার্চুয়াল আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের উদ্দেশে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের একজন মেম্বার (আইনজীবী) একই বিষয়ে দুইটি কোর্ট থেকে জামিন করিয়েছেন। এর থেকে উত্তরণের একমাত্র পথই হচ্ছে সেন্ট্রাল ফাইলিং। আমরা সেন্ট্রাল ফাইলিংয়ের ব্যবস্থার কথা ভাবছি। বিষয়টি নিয়ে আমরা বসবো।’

আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের জন্য চয়েজ অব কোর্টে যাওয়ার সুযোগ থাকলে ভালো হয়।’

আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘যদি কোনো আইনজীবী এমন কোন কাজ করে থাকেন তার বিরুদ্ধে টেক অ্যাকশন নিতে পারেন।’

এমআই/চখ