chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেলওয়ের অডিটর নিয়োগে দুর্নীতি, ১৩ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব বিভাগের অডিটর পদে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া ৮ জনসহ রেলওয়ে পূর্বাঞ্চলের ১৩ জন কর্মকতার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন ১৩ কর্মকর্তার বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন।

অভিযুক্ত ১৩ কর্মকর্তা হলেন-রেলের পূর্বাঞ্চলের অতিরিক্ত ও বর্তমানে সিভিল অডিট অধিদফতরের মহাপরিচালক মো. নজরুল ইসলাম, রেলের পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) হিসাব কর্মকর্তা এবিএম মফিজুল ইসলাম, রেল ভবনের সহকারী পরিচালক (প্রশাসন) ও বর্তমানে বাণিজ্যিক অডিট অধিদফতরের উপ-পরিচালক জিএম মামুনুর রশিদ, রেলের সিআরবি চট্টগ্রাম জোনের ডিএফএ এএফএম শহীদুল্লাহ ও মো. আনিসুল হক, অডিটর হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তা হোসনা আক্তার (চট্টগ্রাম), রেলওয়ে ঢাকা অফিসের অডিটর ফারজানা সুলতানা, দিনাজপুর অফিসের অডিটর মো. নুরুল আমিন, চট্টগ্রামের অডিটর (প্রশাসন শাখা), সঞ্চিতা সাদেক, রাজশাহী পশ্চিমাঞ্চলের অডিটর অপূর্ব বিশ্বাস ও জিএম আবুল কালাম, রেলওয়ে ঢাকা অফিসের অডিটর মো. মনিরুজ্জামান এবং নীলফামারী (সৈয়দপুর) অফিসের অডিটর প্রদীপ কুমার সরকার।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, অডিটর নিয়োগে দুর্নীতির দায়ে দায়ের করা মামলায় আজ চার্জগঠনের জন্য দিন ধার্য্য ছিল। বিচারক ১৩ কর্মকর্তার বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।

উল্লেখ্য ২০১৭ সালের ১০ মার্চ ক্ষমতার অপব্যবহার করে অডিট পদে লোক নিয়োগে দুর্নীতির অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় রেলওয়ে পূর্বাঞ্চলের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. নাসিরুদ্দিন। এরপর ২০১৮ সালের ৩০ জানুয়ারী ১৩ জনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর