chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্নীতির মামলায় জামিন পাননি ওসি প্রদীপ

নিজস্ব প্রতিবেদকঃ দুদকের দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক চট্টলার খবরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্নীতির দায়ে দুদকের দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত। সকালে ওসি প্রদীপের  পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী রতন চক্রবর্তী। তার জামিনের বিষয়েও কোন সিদ্ধান্ত হয়নি।

গত ১৪ সেপ্টেম্বর দুপুরে প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে আনা হলে তার পক্ষে জামিন চাওয়া হয়। তখন মহানগর স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। আজ (২০ সেপ্টেম্বর) ওসি প্রদীপের জামিন আবেদনের শুনানি ছিলো।

এমএইচকে/চখ

ওসি প্রদীপকে নিয়ে আরও পড়ুন :

দুদকের মামলায় সাবেক ওসি প্রদীপ গ্রেপ্তার

দুই ভাইকে হত্যা: ওসি প্রদীপের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু

ওসি প্রদীপকে আসামি করে ফের মামলা

 

 

 

এই বিভাগের আরও খবর