chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এখনই বিশ্ববিদ্যালয় খোলা সমীচিন হবে না

ডেস্ক নিউজ: এখনই বিশ্ববিদ্যালয় খোলা মোটেও সমীচিন হবে না বলে মনে করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তাদের মতে, বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয় খোলার পর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার উদাহরণ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ মত দেন।

সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম বেগবান করা এবং শিক্ষার্থীদের পাঠক্রমে বেশি মাত্রায় সম্পৃক্ত করার জন্য উপাচার্যদেরকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এ ছাড়া শিক্ষার্থীদের বিনাসুদে স্মার্টফোন ও বিনামূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দিতে ইউজিসি’র উদ্যোগ অব্যাহত থাকবে।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিষয়ে আগামী ১৭ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইউজিসি’র চাওয়া ভর্তি পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।

অনলাইন শিক্ষা কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এ ব্যবস্থাকে কিভাবে আরও কার্যকর করা যায় সে লক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর