chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউজিসি’র উদ্যোগে স্বর্ণপদক পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

ডেস্ক নিউজ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘ইউজিসি স্বর্ণপদক-২০১৯’ পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এজন্য শিক্ষকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর প্রকাশিত প্রবন্ধ বা পুস্তক অবশ্যই ২০১৯ সালে প্রকাশিত হতে হবে। এ ক্ষেত্রে কোনো পুনর্মুদ্রণ গ্রহণযোগ্য হবে না।

কমিশনের নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। আবেদনে লেখকের বাংলা ও ইংরেজিতে ২০০ শব্দের জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

বর্ণনা ও জরিপমূলক, অনুবাদ ও সম্পাদনাকর্ম এবং রিভিউ আর্টিকেল স্বর্ণপদকের জন্য বিবেচিত হবে না। পুস্তকের ক্ষেত্রে একাধিক লেখক হলে যৌথভাবে আবেদন করতে হবে।

স্বর্ণপদকের নীতিমালা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমআই/

এই বিভাগের আরও খবর