chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০ রানের জয় পেল চেন্নাই

খেলা ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে পরাজিত করেছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে পয়েন্ট টেবিলের খানিক উন্নতি হয়েছে চেন্নাইয়ের।

আট ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তারা এক ধাপ এগিয়ে উঠে এসেছে ছয় নম্বরে। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে পাঁচে রয়েছে হায়দরাবাদ।

মঙ্গলবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও হায়দরাবাদ।

যেখানে আগে ব্যাট করে শেষদিকের ঝড়ে ১৬৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় চেন্নাই। জবাবে হায়দরাবাদের ইনিংস থামে ৮ উইকেটে ১৪৭ রান করে।

চেন্নাইয়ে ছুড়ে দেয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনওই মনে হয়নি ম্যাচটি জিততে চলেছে হায়দরাবাদ। শুরু থেকেই তাদেরকে চেপে ধরে চেন্নাই বোলাররা।

অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১৩ বলে ৯ ও মনিশ পান্ডে ফিরে যান ৩ বলে ৪ রান করে। পাওয়ার প্লে’র মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ।

ইনিংসের দশম ওভারে দলীয় সংগ্রহকে ৫৯ রানে রেখে সাজঘরে ফিরে যান জনি বেয়ারস্টো, আউট হওয়ার আগে ২৪ বল খেলে করেন মাত্র ২৩ রান।

বেয়ারস্টোর বিদায়ে একা হয়ে যান উইলিয়ামসন। সঙ্গ দিতে পারেননি উদীয়মান তারকা প্রিয়াম গার্গও, আউট হয়ে যান ১৮ বলে ১৬ রান করে। তবু চেষ্টা চালিয়ে যান কিউই অধিনায়ক, ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৭ চারের মারে ৩৯ বলে করেন ৫৭ রান। কিন্তু এতে কাজের কাজ হয়নি।

শেষদিকে বিজয় শংকর ৭ বলে ১২ কিংবা রশিদ খান ৮ বলে ১৪ রানের ছোট ক্যামিও খেললেও, এগুলো স্রেফ পরাজয়ের ব্যবধান কমানোর কাজেই লাগে।

টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই শুরুতে সন্দ্বীপ শর্মার বলে ফাফ ডু প্লেসিসকে (০) হারালেও স্যাম কুরান চালিয়ে খেলছিলেন, ২১ বলে ৩১ রান করে তিনিও সন্দ্বীপেরই শিকার হন। তাতে ৩৫ রানে ২ উইকেট হারায় ধোনির দল।

সেখান থেকে শেন ওয়াটসন আর আম্বাতি রাইডু টেনে তুলেন দলকে। রাইডু ৩৪ বলে ৪১ করে যখন ফিরেছেন, চেন্নাইয়ের সংগ্রহ তখন ১৫.২ ওভারে ৩ উইকেটে ১১৬ রান। পরের ওভারে ওয়াটসনও (৩৮ বলে ৪২) সাজঘরের পথ ধরেন।

তবে শেষদিকে নেমে ছোট্ট ঝড়ে কাজের কাজ করে দিয়েছেন ধোনি-জাদেজা। ১৩ বলে ২১ রান করে আউট হন ধোনি। আর ১০ বলে ২৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জাদেজা। এতে ১৬৭ রানের পুঁজি পায় চেন্নাই।

এমআই/চখদদদ

এই বিভাগের আরও খবর