chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রাইভেট কার ছিনতাই চক্রের ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নগরীতে প্রাইভেট কার ছিনতাইয়ে অভিযুক্ত ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

শনিবার (১০ অক্টোবর) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সকলে পেশাদার গাড়ি ছিনতাই চক্রের সদস্য।

গ্রেফতারকৃতরা হলেন, শাহিন রেজা (২৪), জাবেদ হোসেন (২৫), মো. নিজামউদ্দিন (৩০), মো. সোহেল (২৫), মো. মহিউদ্দিন (২৫), জাবেদ হোসেন (২৫) ও রফিকুল আলম বাদশা (২৪),

পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, একটি ছিনতাইয়ের মামলা তদন্ত করতে গিয়ে এই ৬ জনকে গ্রেফতার করা হয়।  গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল থেকে ৪ যাত্রীবেশী ছিনতাইকারী একটি প্রাইভেট কার ভাড়া নেন। পরে গাড়িটি ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে চালক শাহীনকে অস্ত্রের মুখে জিম্মি করে বায়েজিদের লিংক রোডে নিয়ে যায়। সেখানে শাহীনকে মারধর করে প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায়  সীতাকুন্ড থানায় ছিনতাই মামলা দায়ের করলে তদন্তভার সিআইডির হাতে আসে। টানা তিনদিন অভিযান চালিয়ে মূল হোতা নিজামউদ্দিনকে চুয়াডাঙ্গা থেকে এবং বাকি ৫ জনকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত থাকার কতঅ স্বীকার করেছে। ছিনতাই হওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে

এমএইচকে/এএমএস

এই বিভাগের আরও খবর