chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইংল্যান্ডে সরল রংধনু!

ডেস্ক নিউজঃ এতদিন ধনুকের মতো বাঁকা হবে রংধনু দেখেই সবাই অভ্যস্ত। কিন্তু এবার সরলরেখার মতো সোজা রংধনুর দেখা পাওয়া গেল। ইংল্যান্ডের সৈকত শহর ডেভনের টোর্কিতে এমন রংধনুর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, সমুদ্রের উপর সমান্তরালভাবে রঙের কয়েকটি স্তর তৈরি করেছে। ‘টোরবে ইন পিকচার্স’ নামে এক ফেইসবুক পেজে দু’টি ছবি পোস্ট হয়েছে। সেখনেই দেখা যাচ্ছে, একটি ইয়টের পিছনে রংধনুর মতো রঙের সমারোহ।

তবে অনেক নেটিজেন এটিকে একটি ফেইক ছবি হিসেবে ভেবেছেন। রংধনু এমন সমান্তরাল হতে পারে না বলে মনে করেন তারা। কিন্তু আবহবিদরা জানান, এটি সম্ভব। যখন প্রচণ্ড বাতাস হলে পানি থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উঠতে থাকে, তখন এমন ঘটনা ঘটে। প্রচণ্ড ঝড়বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলেও এমনটা হয়।

তবে এমন ঘটনা এই প্রথম নয়, ২০১৭ সালের মার্চে ব্রিস্টলে এবং ২০১৩ সালে প্যারিসে প্রচণ্ড বৃষ্টির পর এমন রংধনু দেখা গিয়েছিল বলে জানা যায়।

সূত্রঃ দ্য সান

এই বিভাগের আরও খবর