chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়তলীতে ভূয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক : নগরের পাহাড়তলীতে বিপুল পরিমাণ মেয়াদ উর্ত্তীণ ওষুধসহ এক ভূয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব -৭। সোমবার (১০ আগস্ট) পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওই ভুয়া ডাক্তারের নামঃ রামজীবন সাহা। সে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন খানগঞ্জ গ্রামের মৃত রবীন্দ্রনাথ সাহার ছেলে বলে জানা গেছে।

র‌্যাব জানায় রামজীবন মৌসুমী আবাসিক এলাকায়  মেসার্স সাহা ফার্মেসী নামে একটি ওষুধের দোকান খুলে বসে। তার ফার্মেসীতে তল্লাশি করে ৪,৮৮৩ পিস মেয়াদোত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ১৫৭ টি সিরাপ উদ্ধার করা  হয়।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন চট্টলার খবরকে জানান, রামজীবন সাহা একজন প্রতারক। সে ওষুধের ফার্মেসীর পাশাপাশি ভুয়া ডাক্তারি করতেন। দীর্ঘদিন যাবৎ সাধারন মানুষকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রতারনা করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কামরুল/

এই বিভাগের আরও খবর