chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরীর (তসলিম) মৃ্ত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম) দীর্ঘসময় ক্যান্সার ও ক্যান্সার সৃষ্ট জটিলতায়ও ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম)।
সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরীসহ চট্টগ্রামে এ পর্যন্ত ১২ জন চিকিৎসক করোনায় মারা গেছেন বলে তথ্য দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর