chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ হাজার ৫১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৭৬৮ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ১৯৩ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি প্রায় ৭৫ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। এতে করে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৪ হাজার ১৬৫ জনের। গত ১৩ জুলাই থেকে এ রাজ্যে ১০ দিনের কড়া লকডাউন শুরু হয়েছে।

রাজধানী দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৩ হাজার ৮৮১ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৩২ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট।

তামিলনাড়ুতে এখন পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ৬৮৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৬৫৯ জনের।

সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২৮৬ জন ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯ লাখ ৮৮ হাজার ২৯ জন ভুক্তভোগী। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৪৪৭ জন।

এমআই/

এই বিভাগের আরও খবর