chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক না পরে হাটে প্রবেশ করা যাবে না: সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর হাট নূরনগর হাউজিং এস্টেট গরুর বাজার উদ্বোধন করেছেন সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইজারাকৃত এই হাটটি উদ্বোধন করেন।

এসময় তিনি হাটে আগত ক্রেতা- বিক্রেতাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্য বিধি সম্পর্কে নানামুখী সচেতনতামূলক পরামর্শ দেন।

তিনি বলেন, করোনা দুর্যোগের সময়ে কোরবানি পশুর হাটে ইজারাদার ও ক্রেতা বিক্রেতাদেরকে স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে হবে।এজন্য হাটের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। হাটে প্রবেশ ও বহির্গমন আলাদা আলাদা করতে হবে।

অনুষ্ঠানে ইজারাদার,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন।

এমআই/

এই বিভাগের আরও খবর