chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার চাচার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার চাচা শিক্ষাবিদ জিনানন্দ মহাথের মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২২ জুলাই) রাত ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জিনানন্দ মহাথের দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পিতা এডভোকেট সুনীল বড়ুয়ার কনিষ্ঠ ভ্রাতা এবং লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের খুসাঙ্গের পাড়ার খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার প্রতিষ্ঠার মূল স্বপ্নদ্রষ্টা।

তিনি বিহারের পাশে প্রতিষ্ঠা করেন মহাবোধি কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ। জিনানন্দ মহাথের একাধারে সমাজ সংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের (মেরুল বাড্ডা) মূল স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। এছাড়াও বগুড়া মহাস্থান বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার মূল স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষও ছিলেন। ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির সাবেক সভাপতি।

এদিকে জিনানন্দ মহাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ, উত্তর জেলা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর