chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাকিবের চেয়ে স্টোকসকে এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে রাজত্ব করে আসছেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান। এখনো অনেকে তাকে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন। তবে ভারতের সাবেক ওপেনার ও আলোচিত ধারাভাষ্যকার আকাশ চোপড়ার চোখে বর্তমান বিশ্বের সব ফরম্যাটের সেরা অলরাউন্ডার সাকিব নন, স্টোকস।

আকাশ চোপড়া বলেন, এই মুহূর্তে আমার মনে হয় সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। শেষ দুই বছরে তার টেস্টের ব্যাটিং গড় ৪৩ ও ওয়ানডের ৫৯। সব ফরম্যাটে তার বোলিং গড়ও অসাধারণ। ফলে কোনো সন্দেহ নেই সেই বর্তমানে সেরা অলরাউন্ডার।

চলমান ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে স্টোকস ৩৫৬ বল খেলে ১৭৬ রান করেছেন। এটি তার সাদা পোশাকের ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি।

তবে স্টোকসের প্রশংসা করলেও আকাশ চোপড়ার চোখে তালিকার পরের দুটি অলরাউন্ডারের নাম বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রবীন্দ্র জাদেজা।

এমআই/

এই বিভাগের আরও খবর