chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে ধন্যবাদ জানাচ্ছি: সাকিব

উইজডেনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) তালিকায় নির্বাচিত হয়ে সম্মানিতবোধ করছেন সাকিব আল হাসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই অনুভূতি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট তারকা।

চলতি শতাব্দীর পরিসংখ্যান বিবেচনায় সাকিব আল হাসানকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেয় ক্রিকেট সাময়িকী উইজডেন। পাশাপাশি টেস্টে সাকিব রয়েছেন ষষ্ঠতম স্থানে।

শনিবার (৪ জুলািই) ফেসবুক পোস্টে সাকিব বলেন, সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।

উইজডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রক্ষার তথ্য গোপন করে ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের পর আবারও ২২ গজ মাতাতে দেখা যাবে সাকিবকে।

এই বিভাগের আরও খবর