chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগ্রাবাদে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ এলাকায় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ও ফিনলে হাউজের  পেছনের অংশের মাঝের খালি জায়গায় অজ্ঞাত একটি গলিত মৃতদেহের সন্ধান মিলেছে৷

শুক্রবার (১৭ জুলাই) রাতে দুইটি ভবনের মাঝের খালি জায়গায় এক যুবকের গলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়৷

নিহতের পরনে নীল রং এর জিন্সের প্যান্ট, গায়ে কালোর শার্ট ছিলো৷ যুবকের এক পায়ে স্পঞ্চের স্যান্ডের পরিহিত অবস্থায় দেখা গেছে, আর মৃত দেহের পাশে আরেকটি স্পঞ্চের সেন্ডেল পড়ে ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷

সন্ধ্যায় মৃতদেহের খবর পেয়ে সিএমপির পশ্চিম জোনের উর্ধ্বতন কর্মকর্তারা সহ ডবলমুরিং থানার ওসি সুদীপ কুমার দাশ ঘটনাস্থলে যায়। পরে সিএমপি’র ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে।

আগ্রাবাদ ফিনলে হাউজের দ্বায়িত্বরত সিকিউরিটি গার্ডরা পুলিশকে জানিয়েছেন, তারা আরো দুই দিন আগেই ঐ মরদেহটি সেখানে পড়ে থাকতে দেখেছিলো ৷ বিষয়টি ভবনের ইনচার্জকে তারা তাৎক্ষনিক জানিয়েছিলো৷ কিন্তু ভবনে ইনচার্জ বিষয়টি থানা পুলিশকে জানায়নি।

আস্ত একটি লাশ ভবনের পেছনে গত দুইদিন যাবৎ পড়ে থাকতে দেখেও পুলিশকে কেন জানায়নি সেই প্রশ্নের জবাব খুঁজতে খোঁজা হচ্ছে সেই ইনচার্জকে৷ সেই সাথে ভবনটির সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ করছে থানার পুলিশ।

ঘটনাস্থলে থাকা সিংগাপুর ব্যাংকক মার্কেটের এক দোকানদার অবশ্য ধারণা করছেন মার্কেটের ওপর তলায় মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে হয়তো কোন চোর ওপর থেকে পড়ে থাকতে যেতে পারে৷ এছাড়া এখন মার্কেটের ওপর তলায় সম্প্রসারনের কাজ চলছে৷

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, অজ্ঞাত যুবকটির আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহটি ২-৩ দিনের বেশি সময় ধরে পড়ে রয়েছে বলে ধারণা করছেন তিনি৷ তদন্তের পরই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে৷

এই বিভাগের আরও খবর