chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৯৭ জন করোনা রোগী শনাক্ত, ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ২৯৭ জন করোনা রোগী শরাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ২২৯ জন মহানগরের ও ৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ১০ হাজার ৪৭৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ২৮৬ জন মহানগরের ও ৩ হাজার ১৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম মহানগরে দুইজন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৯৮ জন। এর মধ্যে ১৪০ জন মহানগরের ও ৫৮ জন উপজেলার বাসিন্দা।
সোমবার চট্টগ্রামে ৪৯ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ২৬৫ জন করোনা রোগী।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি বলেছেন, গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে ১১১ করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে ৯৪ জন মহানগরের ও ১৭ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে মহানগরের ২৭ জন ও বিভিন্ন উপজেলার ২৪ জন আছেন।

সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ২০৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৪৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩৫ জন মহানগরের ও ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরের ৩৫ জন ও উপজেলার ৭ জন আছেন।

এছাড়া, শেভরণ ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৯ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৮ জনের মধ্যে হাটহাজারীর ২০ জন, রাউজানের ১৩ জন, লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ২ জন, বাঁশখালীর ৬ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ৬ জন, বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, ফটিকছড়ির ৫ জন, মিরসরাইয়ের ২ জন এবং সীতাকুণ্ডের ৪ জন আছেন।

এসএএস/

এই বিভাগের আরও খবর