chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাপানে বন্যা ও ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিপাতে ভূমিধস । একইসঙ্গে দেখা দিয়েছে বন্যা। এতোমধ্যে বহু এলাকা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। এতে ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আরও অনেকেই নিখোঁজ বলে জানা গেছে।

শনিবার (০৪ জুলাই) স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত  বিবিসি জানিয়েছে, অন্তত ১৫ জন মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে,  একইসঙ্গে আরও নিখোঁজ আছেন বলেও আশঙ্কা করছে।

জাপানে বন্যা ও ভূমিধস
ছবি – সংগৃহীত

এ দিন কিউশুর কুমামোতো প্রিফেকচারে ভারী বৃষ্টিপাত হয়। যা নজিরবিহীন। অবশ্য দিনের শেষ দিকে বৃষ্টি কমে আসে। স্থানীয় কুমা নদীর ১০টিরও বেশি স্থানে তীর উপচে বন্যা দেখা দিয়েছে।

এরইমধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।

বিবিসি বলছে, বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এএমএস/

এই বিভাগের আরও খবর