chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুমন হত্যাকারীর ফাঁসির দাবিতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার সদর উপজেলার বোরহানউদ্দিনে মেধাবী কলেজ ছাত্র সুমনকে নৃশংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বোরহানগঞ্জের সামাজিক সংগঠন মানবসেবা ফাউন্ডেশন।

বুধবার সকাল ১১ টার সময় বোরহানউদ্দিন থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনটি মানববন্ধনে সরকার ও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পাঁচটি দাবি তুলে ধরেন ফাউন্ডেশনের সভাপতি মো. রাশেদ।

দাবিগুলো হচ্ছে- সকল আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে প্রেরন করতে হবে দ্রুত চার্জ শীট দিতে হবে। আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে। নিহতের পরিবারকে সরকারিভাবে অর্থ সহায়তা প্রদান করতে হবে। বাংলাদেশের যত ধর্ষণ হত্যা হয়েছে সকল মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে হবে।

নিহত সুমনের বড় ভাই মোহাম্মদ মিলন মানববন্ধনে উপস্থিত থেকে তার ভাইয়ের হত্যাকারীর ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের প্রভাষক এইচ এম মোস্তফা কামাল, মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মো.রাশেদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম লিটন, যুগ্ম সাধারন সম্পাদক তাসিফ আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সাগর রায়, দপ্তর সম্পাদক ফারহান আহমেদ বাপ্পি, ক্রিয়া সম্পাদক ইসমাঈল, ফাউন্ডেশনের পরিচালক মুজাহিদুল ইসলাম শামিমসহ ফাউন্ডেশনের কর্মী মো. জুয়েল এবং ইয়াসিন আরাফাত প্রমুখ।

এই বিভাগের আরও খবর