chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যবিধি মেনে খুলছে স্কুল

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তান্ডবে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর এবার স্বাস্থ্যবিধি মেনে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সোমবার(২১ সেপ্টেম্বর) থেকে খুলছে এসব স্কুল।

জানা গেছে, প্রথম থেকে অষ্টম শ্রেণিতে পড়া শিক্ষার্থীরা যেতে পারবে না, শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্বেচ্ছায় স্কুলে গিয়ে শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে পারবেন। হাজিরার বাধ্যবাধকতা নেই। করোনা বিধি মেনে প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য এই পদ্ধতিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের  কিছু রাজ্য।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে শুধুমাত্র পাটনা জেলার স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

সামান্য কিছু হেরফেরে একই রকম ভাবে কিছুটা পাঠদান শুরু হচ্ছে হরিয়ানা, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, পাঞ্জাবেও তবে কেন্দ্রের নির্দেশিকা মতো কোনও রাজ্যেই কন্টেনমেন্ট জোনে থাকা পড়ুয়ারা স্কুলে যেতে পারবে না।

এদিকে, এখনই ক্লাস চালু হচ্ছে না পশ্চিমবঙ্গে। একই পথে হাঁটছে দিল্লি, গুজরাট, কেরালা, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্য সরকার।

এএমএস/

এই বিভাগের আরও খবর