chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

ডেস্ক নিউজ : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ঋণ সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩৫ বিলিয়ন ইয়েন বা ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান।

বুধবার (৫ আগস্ট) ঢাকাস্থ জাপানি দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি ঋণ সহায়তার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এ ঋণ সহায়তা পাবে। এ ঋণের সুদ হবে ০.০১ শতাংশ।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৩ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেয় জাপান। এছাড়া আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় গত ১৬ জুলাই বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেয় দেশটি। করোনাভাইরাস মোকাবিলায় এ অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্সরে মেশিনসহ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

 

এসএএস/ এএমএস

এই বিভাগের আরও খবর