chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনামুক্ত হলেন আর্জেন্টাইন ফুটবলার দিবালা

পরপর চারবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর অবশেষে করোনা থেকে মুক্তি পেলেন আর্জেন্টাইন ও জুভেন্টাসের ফুটবলার পাওলো দিবালা।

দীর্ঘ দেড় মাস করোনায় ভোগার পর বুধবার (৬ মে) আবার তার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে।

ইনস্টাগ্রামে এক পোস্টে দিবালা লিখেছেন, আমার চেহারাই সব কিছু পরিস্কার করে বলে দিচ্ছে। আমি এখন পুরোপুরি কোভিড-১৯ মুক্ত।

করোনা আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ফুটবলাররা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি পৌঁছালেও তাকে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। রোনালদো প্র্যাকটিসে না থাকলেও প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক জর্জিও চিয়েল্লিনি ও লিওনার্দো বোনুচ্চি।

এছাড়া তার ক্লাব  জুভেন্টাসের পক্ষ থেকেও জানানো হয়, এখন আর তাকে (দিবালা) কোয়ারেন্টিনে থাকতে হবে না। সে এখন সম্পূর্ণ সুস্থ। দিবালা ছাড়াও তার জুভ সতীর্থ ড্যানিয়েল রুগানি এবং ব্লাইজ মাতুইদিও করোনাভাইরাসে আক্রান্ত হন।