chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার ভ্যাকসিন তৈরিতে ১ বিলিয়ন ইউরো দেবে ইইউ

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি ও চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী ১ বিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন দার লেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবিষ্কৃত যেকোনো চিকিৎসা সকলের জন্য সহজলভ্য হওয়ার আহ্বান জানান।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি অনেক বড় একটা চ্যালেঞ্জ।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ১৭ হাজার ৪৯৪ জন। সুস্থ হয়েছে ১১ লাখ ৭৮ হাজার ৫৭ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৪১২ জন।