chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অমিতাভের ‘মৃত্যুর’ গুজবে মামলা

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যু সংবাদ সম্প্রতি ছড়িয়ে পড়ে টিকটকের একটি ভিডিওর মাধ্যমে। এ ঘটনায় সাইবার ক্রাইমে একটি মামলাও করেছেন এক ভক্ত।

ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, টিকটকে পোস্ট করা ভুয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা।

এক টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন– বচ্চন স্যার, এই টিকটক ব্যবহারকারী আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন।

সম্প্রতি ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোক নেমে আসে বিনোদন অঙ্গনে। এই সুযোগ কাজে লাগিয়েছে গুজবকারীরা। ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করে।

এই বিভাগের আরও খবর