chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লকডাউনে পূর্ণিমা যা করছেন

করোনার প্রাদুর্ভাবের কারনে গৃহবন্দী হয়েছে অনেকে। অনেকে বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তবে সতর্কতা অবলম্বন করে। অন্যদের মত সেলিব্রেটিরাও আজ করে গৃহবন্দি। তাদের মধ্য পূর্ণিমা একজন। তার ভক্তদের জানার শেষ নেই যে প্রিয় নায়িকা কি করে সময় পার করছে।

খোঁজ নিয়ে জানা গেল, মেয়ের পড়াশোনা দেখভাল করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করে সময় কাটাচ্ছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা বলেন, ‘করোনাভাইরাস এমন একটি ভাইরাস যার কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই আপাতত এ ভাইরাসের ওষুধ হচ্ছে ঘরে থাকা। আপনি আমি ঘরে থাকলেই নিরাপদে থাকবো। তাই সবাইকে অনুরোধ করবো ঘরে থাকার। আশা করি এই রোজাতেই মহান আল্লাহ করোনাভাইরাসের মতো এই মহামারী থেকে সবাইকে মুক্তি দেবেন। আর আমি বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছি, এখন আড্ডা দিচ্ছি সবাই মিলে।

এছাড়া বিভিন্ন রেসিপি তৈরির চেষ্টা করছি। তাছাড়া সিনেমা দেখা হচ্ছে। বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই বাসাতেই যেন সুন্দরভাবে সময় কাটে সেই চেষ্টা করছি। সবাইকে সতর্ক থাকার আহবান জানা।

তিনি আরও বলেন, ‘এখন সবাই চিন্তায় আছেন, অনিশ্চয়তার মধ্যে আছেন। তবে আমি মনে করি ঘরে থাকলে ও সচেতন থাকলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে সবাইকে ঘরে থাকতে। সেটা আমরা যেন যথাযথভাবে পালন করি। তাছাড়া যেসব নিয়মের কথা বলা হচ্ছে তা পালন করতে হবে। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি কাশি হলে টিস্যু ব্যবহার করতে হবে। না হলে কনুই ব্যবহার করতে হবে। এসব পালন করলে আল্লাহর রহমতে এই বিপদ থেকে খুব দ্রুতই আমরা পরিত্রাণ পেতে পারবো।

এই বিভাগের আরও খবর