chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর

কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের খুবই ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম। পাকিস্তানের তেহরিক-এ-ইনসাফের বরিষ্ঠ নেতা ইসমাইল নিজেই জানিয়েছেন তার করোনা ভাইরাস সংক্রমণের কথা। এখবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একটি টুইট বার্তা দিয়েছেন ইমরান ইসমাইল। এতে তিনি বলেন, আমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি। আল্লাহ আমাকে এই মহামারীর বিরুদ্ধে লড়ার শক্তি দিক। প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা গভর্নরের দ্রুত আরোগ্য লাভের কামনা করছেন। ইমরান খান টুইট করেন, প্রার্থনা করি যাতে গভর্নর ইমরান ইসমাইল দ্রুত সেরে ওঠেন।

আল্লাহ তাঁকে এই রোগের সঙ্গে লড়ার শক্তি দিক।ইমরান ইসমাইল টুইটারে সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। তিনি বলেন, আমার দ্রুত সেরে ওঠার কামনা করেছেন যারা, ক্যাবিনেটের সমস্ত সদস্য, বন্ধু, পরিবারের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শরীর ঠিক আছে। গভর্নর ইমরান ইসমাইল আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। সংক্রমণ হওয়ার আগে টানা ১০ দিন বেশ ব্যস্ত কর্মসূচি ছিল তাঁর। এই সময়ে তিনি বেশ কিছু মানুষের সংস্পর্শে আসেন এবং বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠকও করেন। পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমিতদের মধ্যে ইমরান ইসমাইল দেশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। এর আগে সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী সৈয়দ গনির দেহেও এই সংক্রমণ ধরা পড়ে। তবে তিনি সেরে উঠছেন।উল্লেখ্য, পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও অবধি ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, করোনাকে হারিয়ে পাকিস্তানে সুস্থ হয়ে উঠেছেন ৩২৩৩ জন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, দেশে করোনা সংক্রমণে ভুগছেন ১৪০৭৯ জন মানুষ।

এই বিভাগের আরও খবর