chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিত্তবানরা এগিয়ে আসলে কেউ অভুক্ত থাকবেনা: দীপংকর তালুকদার

পাহাড়ের বিত্তবানরা এগিয়ে আসলে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব পরিবারের কেউ অভুক্ত থাকবেনা বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার(এমপি)। এসময় তিনি রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সহায়তা দেওয়ার কার্যক্রম উদ্ভোধন করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস সম্মুখে এ বিতরণের কার্যক্রম শুরু হয়।

এ সময় দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব তাই জনগণের এ দুর্দিনে তিনি এগিয়ে এসেছেন। নিজের দেশ বাদে সুদূর মালদ্বীপেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহযোগিতাকে সাধুবাদ জানিয়ে পাহাড়ি মানুষের কল্যাণে আরও বেশী পাহাড়বাসীর সাথে থাকার আহবান জানান।

এসময় ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, আলু ১ কেজি, ডাল ১ কেজি, পিঁয়াজ ১ কেজি, সয়াবিন তেল বিতরণ করা হয়।

রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী ভুইয়া, জেলা আ.লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাঙামাটির পৌর এলাকার ১৩’শ পরিবারের মাঝে ত্রান সহায়তা পৌছে দেওয়ার কার্যক্রম উদ্ভোধন করেন।

এই বিভাগের আরও খবর