chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাউন্সিলর তালিকাভুক্তি করতে না চাইলে আমাকে জানান: মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যদি কোন কাউন্সিলর তালিকাভুক্তিতে অনীহা প্রকাশ করেন তাহলে সরাসরি আমাকে বা সংশ্লিষ্টদের অবহিত করুন। অন্তর্ভুক্তির পর ত্রাণ সহায়তা পেতে কোন ব্যতয় ঘটলে তার দায়িত্ব আমি নিজেই নেব।

চট্টগ্রাম নগরে ত্রাণ পেতে নিজ দায়িত্বে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ত্রাণ বন্টনের তালিকায় অগ্রাধিকার পাবেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, চা দোকানদার, অটোরিকশা চালক, দোকানের কর্মচারী, ভবঘুরে, ভিক্ষুকসহ অসমর্থ ব্যক্তিগণ। এখনও পর্যন্ত যারা ত্রাণ প্রাপ্তির তালিকায় অন্তর্ভূক্ত হতে পারেননি অবশ্যই স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম অন্তর্ভূক্ত করুন।

মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোন ধরনের ঘাটতি নেই। যারাই ত্রাণ পাওয়ার অগ্রাধিকারে আছেন তারা যদি নিজ দায়িত্বে তালিকাভুক্ত না হোন তাহলে এই দায়িত্ব জনপ্রতিনিধিদের উপর বর্তাবে না। গরিব ও অস্বচ্ছল পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো স্থানীয় জনপ্রনিধির দায়িত্ব।

সরকারি ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় কোন রকম অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তি অপেক্ষা করছে জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, এই কাজে নিয়োজিতদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ত্রাণ প্রাপ্তিতে অসন্তোষ নিয়ে কেউ কেউ আমাদের কাছে যোগাযোগ করে বলেছেন তারা তালিকায় অন্তর্ভূক্ত হতে পারছেন না। এ ক্ষেত্রে ত্রাণ বন্টনের ব্যাপারে যে নির্দেশনা দেয়া হয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ত্রাণ বিতরণে যাদের দায়িত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ সঠিক দায়িত্ব পালন করছেন না। তাদের এমন কর্মের জন্য আামরা প্রশ্নবিদ্ধ হবো।

মেয়র বলেন, প্রায় ৭০ লক্ষাধিক নগরবাসীর মধ্যে এনজিওদের পরিসংখ্যানে প্রায় ১৪ লক্ষ ৪০ হাজার মানুষ হতদরিদ্রের আওতায় পড়ে। কিন্তু আমাদের পরিসংখ্যানে প্রায় ২০ লাখের মত মানুষ। ইতোমধ্যে সরকারি, চসিক পরিবার ও ব্যক্তি সহায়তায় প্রায় ৪ লক্ষ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। এরই মধ্যে যারা বাকি রয়েছেন তারা অবশ্যই ত্রাণ প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন না, এটা আমাদের অঙ্গীকার।

দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত এই ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এই বিভাগের আরও খবর