chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় পুকুরে ভেসে উঠলো কালীমূর্তি

রাঙ্গুনিয়া শ্রী শ্রী খিলমোগল সার্বজনীন কালী মন্দিরের পাশে অলৌকিকভাবে কালীমূর্তির ভেসে উঠার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১এপ্রিল) রাত  ১০টা নাগাদ এ মূর্তি উদ্ধার করে মন্দিরে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, গতকাল  রাতে খুব জোরে বজ্রপাতের সময় মন্দিরের পাশে স্থানীয়  কয়েকজন লোক গল্প করছিলেন। এমন সময় তারা  মন্দিরের পাশে পুকুরের মাঝখানে  একটি আলো দেখতে পাই। তারপর আলোটার দিকে এগিয়ে গেলে একটি কালো পাথরের মূর্তি ভাসমান অবস্থায় দেখে। এরপর  কয়েকজন পুকুরে নেমে মূর্তিটি মন্দিরে তুলে নিয়ে আসেন।

স্থানীয়  স্বচ্ছ দাশ জানান, মুর্তিটি  তুলে এখন মন্দিরে রাখা হয়েছে।  মা কালির এ মূর্তিটি দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ আসছে পূজো করছে।

সন্ধ্যা নাগাদ  আমরা পূজোর মাধ্যমে এটি স্থায়ীভাবে  প্রতিস্থাপন করবো।

এই বিভাগের আরও খবর