chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গামাটিতে আসছে না সেই ২০০ প্রবাসী,স্বস্তিতে পাহাড়িরা

ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিশেষ ফ্লাইটে যে ২০০ প্রবাসীকে রাঙ্গামাটি নিয়ে আসার কথা ছিলো, তাদের রাঙ্গামাটিতে না আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এরফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাহাড়ি মানুষরা।

মঙ্গলবাবার (২১ এপ্রিল) রাঙ্গামাটি জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, রাঙ্গামাটিতে এখনো করোনা শনাক্ত কাউকে পাওয়া যায়নি। তাই রাঙ্গামাটিতে না এনে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে প্রবাসীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হবে।

উল্লেখ্য, বিভিন্ন দেশ ও ভারতে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া ও মধ্যপ্রাচ্য থেকে যেসব বাংলাদেশীদের আগামী ২২ এপ্রিল বিশেষ ফ্লাইটে দেশে আনার কথা ছিল, তাঁদের মধ্যে প্রায় ২০০ জন রাঙ্গামাটির বাসিন্দা। তাদেরকে রাঙ্গামাটি জেলার কৃষি ইন্সটিটিউটে কোয়ারেন্টিনে রাখার কথা ছিল।

এই বিভাগের আরও খবর