chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে শিথিল হচ্ছে লকডাউন

করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনের কবলে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি করা হয়েছে। ভারতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হলেও আজ থেকে কিছু কিছু জায়গায় তা শিথিল করা হয়েছে। দেশের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ঘোষণা করেছিলেন, ২০ এপ্রিল থেকে কিছু ছাড় দেওয়া হবে। সে অনুযায়ী রোববার জেলা প্রশাসকদের মাধ্যমে রাজ্যকে নির্দেশনা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। খবর এনডিটিভির।

যে এলাকাগুলো করোনার হটস্পট নয় সেখানে আংশিক ভাবে কাজ শুরু হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে নন হটস্পট এলাকাগুলোতে কৃষিকাজ, মাছচাষ, পশুপালন, শিল্প প্রতিষ্ঠান, চা, কফি, রাবার চাষ এবং সরকারি ও বেসরকারি অফিসের কিছু কর্মকাণ্ডও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, হটস্পট চিহ্নিত জেলাগুলির মধ্যে কন্টেনমেন্ট এর জন্য শনাক্ত এলাকা আপাতত সিল করা হচ্ছে। হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগণার কিছু অংশকে কন্টেনমেন্ট করা হয়েছে। সেখানে বাড়ি থেকে যেনো মানুষ বের হতে না পারে সে বিষয়ে নিশ্চিত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর