chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভবন ধসে রক্তাক্ত নিশো-মেহজাবীন

ভবন ধসে পড়েছেন নিশো ও মেহজাবীন। শুনতে খুবই অবাক লাগছে হয়তো। বাস্তব না হলেও এটাই সত্যি। আর এই সত্যিটা দেখা যাবে সঞ্জয় সমদ্দার’র পরিচালিত ‘শিফট’ নাটকে।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুকে দুই নরনারী অর্থ্যাৎ নিশো ও মেহজাবীনের ভবন ধসের রক্তাক্ত ছবি ঘুরে বেড়াচ্ছে। চেনা এই মুখ দুটি রীতিমতো ছোট পর্দার বড় দুই তারকা।

‘শিফট’ নাটকটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশ পাবে বলে জানা যায়।

স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘শিফট’ প্রযোজনা করেছেন ফয়সাল আজাদ। নাটকটি রচনায় ছিলেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনায় ছিলেন সঞ্জয় সমদ্দার এবং এর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন। নাটকের রচয়িতা ইশতিয়াক অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘শিফট’ নাটকের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন।
নাটকটির মূল চরিত্রে রয়েছে নাটকের মায়া তথা মেহজাবিন ও মতি তথা নিশো। একটি প্লাস্টিক কারখানায় মূল চরিত্রে থাকা দুইজনের চাকরির ভিন্ন শিফটকে প্রদক্ষিণ করে এই ‘শিফট’ নাটকটি।

এই বিভাগের আরও খবর