chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১২ জন, মৃত্যু ৭

গত ২৪ ঘন্টায় সারাদেশে ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা ২৪৫৬ দাঁড়িয়েছে। মারা গেছে মৃতের সংখ্যা ৭ জন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। সুস্থ হয়েছেন ৭৫ জন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় তিনি বলেন, আমরা আগে থেকে প্রস্তুতি নেওয়ায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছি। আমি আশা করছি করোনাভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে জয় লাভ করব।এই যুদ্ধে লড়াই করার একমাত্র হাতিয়ার হলো ঘরে অবস্থান করা। তাই আমি সবার প্রতি অনুরোধ করছি  আপনারা ঘরে থাকুন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।

করোনা মহামারীতে বিশ্বব্যাপী মারা গেছে ১ লক্ষ ৬০ হাজার ৯৫২ জন। আক্রান্ত হয়েছে ২৩ লক্ষ ৩১ হাজার ৯৯ জন। সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৯৮ হাজার ৫৮৪ জন।সর্বোচ্চ ২৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। ৭ লক্ষ ৩৫ হাজার ২৮৭ জন।

এই বিভাগের আরও খবর