chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তারাবির নামাজ ঘরে পড়ুন : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে ঘরে বসে তারাবির নামাজ পড়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যেহেতু সৌদি আরবেও মসজিদে জমায়েত সহকারে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। তারাবির নামাজ পর্যন্ত সেখানেও মসজিদে পড়া হচ্ছে না। এর পাশাপাশি অন্যান্য দেশেও হচ্ছে না। তাই আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো আপনারা মেনে ঘরে বসে তারাবির নামাজ পড়ুন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন।মসজিদে কেউ সংক্রমিত থাকলে সে আরেকজনকে সংক্রমিত করবে বা আপনার নিজের হলে অন্যকে করবেন, দয়া করে সেটা কিন্তু করবেন না। বিষয়টা সকলেই মেনে চলবেন, সেটা আমরা চাই।

সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, জীবন চালানোর জন্য কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। সেইভাবে নিজেদের সুরক্ষিত করে আপনারা আর্থসমাজের জন্য যা কাজ করার করবেন। সেই সাথে বার বার অনুরোধ করছি নিজেকে সুরক্ষিত রাখবেন।

রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যেন অসুবিধা না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে যোগ করেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর