chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাধারণ জনগণের জন্য মহানগর ছাত্রলীগ এর ” ফ্রী স্বাস্থ্যসেবা”

“আপনি ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীতে বিশেষজ্ঞ চিকিৎসক এর মাধ্যমে ফ্রী স্বাস্থ্যসেবা চালু করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ।

গতকাল নগরীর জনবহুল এলাকা বাকলিয়া থানাধীন পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রীতে স্বাস্থ্যসেবা প্রদান করে সংগঠনটি। করোনা ঝুকিতে সাধারণ মানুষ যাতে  চিকিৎসা বঞ্চিত না হয় সেদিকটা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছেন বলে জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।

করোনা আতংকে পাড়া মহল্লার ডাক্তাররা অনেক জায়গায় চেম্বার বন্ধ রাখায় বিপাকে পড়া সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ছাত্রলীগের এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। ডাক্তার মনিরুল ইসলাম (এমবিবিএস), সাইফউদ্দিন আহমেদ (এমবিবিএস) এসময় উপস্থিত সেবা প্রত্যাশিদের চিকিৎসা সেবা প্রদান করেন,উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর।

এতে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান বলেন পশ্চিম বাকলিয়া প্রাথমিক বিদ্যালয়ে উক্ত চিকিৎসা সেবা  সকাল ১১ টা থেকে শুরু বিকাল ৫ টা পযন্ত চলে।

এই বিভাগের আরও খবর