chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঝুঁকিপূর্ণ নগরীর বাংলাবাজার সাম্পানঘাট

এম.এ.মতিন (বিশেষ প্রতিনিধি): প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে মহামারি করোনা ঝুঁকি নির্বিঘ্নে চলছে নগরীর বাংলাবাজার সাম্পানঘাটের নৌ চলাচল আর নিয়মিত যাত্রী পারপারে।

সম্প্রতি সিএমপির এক আদেশে সকল নৌ চলাচল আর যাত্রী পারাপারে নিষেধ আজ্ঞা থাকলেও এ বিষয়ে যাত্রী সাধারণ আর ইজারাদাররা কেউ কর্ণপাত করছেন না বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সরজমিনে দেখা যায়, আজ সকাল ১০টার সময় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় থেকে যাত্রীরা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে হরহামেশা নদী পারাপার হচ্ছে। যাত্রী আর নৌকা চালকদের কারও নেই কোন সুরক্ষামূলক ব্যবস্থা, মুখে কেউ ব্যবহার করছেনা মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রাখতে সদরঘাট থানা পুলিশ মাইকিং করে বারবার সর্তক করলেও এ নির্দেশ মানছেন না কেউই। দেখা গেছে পুলিশ সদস্যরা উক্ত ঘাট থেকে মাইকিং করে চলে যাওয়ার পরও ঘাটে অবস্থানরত নৌ চালকরা জটলা বেধে ব্যস্ত খোশগল্প আর সিগারেটে ফুঁক দিতে। তবে স্থানীয় সচেতনমহলের দাবি ঘাটগুলোতে আরো বেশি প্রয়োজনীয় নৌ টহলের জোর তৎপরতা ।

এই বিভাগের আরও খবর