chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রধানমন্ত্রী বরিস জনসন

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

এর আগে, করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার ১০ দিন পর গত রোববার ৫৫ বছর বয়সী জনসনকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। তিন রাত আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার তাকে ওয়ার্ডে আনা হয়। খবর বিবিসির।

এ ব্যাপারে ওই মুখপাত্র বলেন, ‘হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থতা অব্যাহত রাখার জন্য চেকার্সে গেছেন প্রধানমন্ত্রী।’ চেকার্স হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর গ্রামীণ বাসভবন।

এ সময় তিনি আরও বলেন, ‘মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী এখনই কাজে ফিরছেন না তিনি। তাকে অসাধারণ দেখভাল করার জন্য সেইন্ট থমাসের সবাইকে তিনি ধন্যবাদ দিতে চান।’

সূত্র- বিবিসি,সিএনএন

এই বিভাগের আরও খবর