chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় প্রাণ গেল আরও ৮ জনের, আক্রান্ত ১৬৬

ডেস্ক নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ১৬৬ জন মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৬৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪টি। এতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে রোগী শনাক্তের মোট হার ১৫ দশমিক ১৯ শতাংশ।

বিভাগওয়ারি হিসাবে দেখা যায়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রামের দুইজন এবং খুলনা ও সিলেট বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮১ জন। এ নিয়ে মহামারি শুরুর পর করোনা থেকে চিকিৎসা শেষে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর