chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

র্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যাচ্ছেতাই পারফর্ম্যান্সের প্রভাব র্যাংকিংয়েও পড়তে শুরু করেছে। ইতোমধ্যেই ছয় থেকে আট নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

সর্বশেষ ২৬ অক্টোবর হালনাগাদ হয়েছে আইসিসির র্যাংকিং। তাতে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে দেখা যাচ্ছে টাইগারদের।

অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে হারের পরই দুই ধাপ পিছিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার তারা হেরেছে ইংল্যান্ডের কাছেও।

আন্দাজ করাই যাচ্ছে, নতুন করে র্যাংকি প্রকাশ হলে তাতে আরও অবনতি দেখা যাবে বাংলাদেশের। বিশ্বকাপে একটি ম্যাচও জিততে না পারলে চলে যাবে দশেরও নিচে।

বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট থাকলেও টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান।

২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর