chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা রোগী বলে পিটিয়ে ফেসবুকে স্ট্যাটাস

চট্টলার খবর ( বিশেষ প্রতিনিধি ): নগরীর খুলশী থানাধীন প্রতিপক্ষের হামলায় আর্থিক লেনদেনের জেরে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ঐ ব্যক্তিকে পথচারী গুটি কয়েকজন টানাটানি করে রিক্সায় তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাকে করোনা আক্রান্ত বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চালানোর অভিযোগ পুলিশ সূত্র।

জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার সময় আরমান খান নামে একটি ফেসবুক আইডিতে কিছু ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায় রাস্তায় পড়ে থাকা জনৈক ব্যক্তি মাটিতে লুটিয়ে ছটফট করতে করতে এদিক সেদিক কাতরাচ্ছেন, আবার কিছু পথচারী মিলে জনৈক ব্যক্তিকে রিক্সায় তোলার আপ্রাণ চেষ্টা করছে। ফেসবুকে ওই  স্ট্যাটাসে লেখেন, চট্টগ্রামের খুলশী থানার পাশে বাস্কেটের সামনে লোকটি ছটফট করছিলো, উপস্থিত পুলিশ সদস্যরা করোনা বলেই সন্দেহ করছিলো দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে ঐ ব্যক্তির পোস্টটি। দেখা যায় ৩৩ মিনিটে মোট ৫৭৬ জন শেয়ার হয়।

ভিডিও লিংক https://www.facebook.com/watch/?v=915520942220116

আহত ব্যক্তির বিষয়ে খুলশী থানায় কতব্যরত ডিউটি অফিসার ল্যান্ড ফোনে যোগাযোগ করা হলে জানা যায় ভিন্ন তথ্য। আর্থিক লেনেদেনের জেরে ঐ ব্যক্তি হামলার শিকার হন। তবে হামলাকারী মোস্তাফিজ (৩৮) নামে ১জন ব্যক্তিকে গ্রেপ্তার করার নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কমকতা প্রণব চৌধুরী।

উপস্থিত খুলশী থানার এসআই আলম খান বলেন আহত হওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নই বলে নাকচ করে দেন এ প্রতিবেদককে। পুলিশ কমকতা জানান আহত ব্যক্তির নাম বাকের। যে ২জন হামলা করেছে তাদের ১জনকে আমরা তাৎক্ষনিক গ্রেপ্তার করতে সক্ষম হই, যেহেতু ঘটনাটি প্রাথমিকভাবে আর্থিক সংক্রান্ত বলে জানতে পেরেছি এর সাথে আরও কোন বিষয় সংশ্লিষ্টতা আছে কিনা  তা আমরা খতিয়ে দেখবো।

সরেজমিনে দেখা গেছে চমেক হাসপাতাল জরুরী বিভাগে ভর্তি করাতে গিয়ে হামলা শিকার হওয়া বাকেরকে উপস্থিত কোন কমচারী সহযোগিতার জন্য এগিয়ে আসছেনা এমনকি কোন ট্রলিও নাই সবাই যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে, দায়িত্বরত ডাক্তারও রুমে বসে বসে তাকিয়ে দেখছে বারবার অনুরোধ করারপরও আহত ব্যক্তিকে হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তার ২৮নাম্বার ওয়ার্ডের নিউরোলজি বিভাগে ভর্তির নির্দেশ দেন। এস আই আলম চট্টলার খবর এ প্রতিবেদককে জানান বাকের বতমানে নিউরোলজি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তবে এখানকার ডাক্তাররা ভাল চিকিৎসাসেবা দিতে পারলে সে যথাসকময়ে সুস্থ হয়ে উঠবে।

এই বিভাগের আরও খবর