chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যথা সময়ে বেড়িবাঁধ প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ মেয়রের

নিজস্ব প্রতিবেদক: বেড়িবাঁধ হতে হালিশহর আর্টিলারি সেন্টার পর্যন্ত প্রকল্পের যথা সময়ের সম্পন্নের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেছেন, বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে বেশ কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল। বর্ষা শেষের পর এখন কোনো ধরনের অজুহাত দেখানোর সুযোগ নেই। নাগরিক দুর্ভোগ কমাতে অতি দ্রুত সময়ের প্রকল্পের কাজ শেষ করতে হবে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ঠিকাদার ও সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন মেয়র। জাইকার অর্থায়নে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ ২০২২ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধন করার কথা রয়েছে।

চসিক মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। চট্টগ্রাম শহরকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণা রেখে বে-টার্মিনাল, কর্ণফুলী তলদেশ দিয়ে ট্যানেল, গভীর সমুদ্র বন্দর, আন্ত দেশীয় মহাসড়ক ও রেললাইন নির্মাণের কাজ হাতে নিয়েছেন। এসব প্রকল্পের মধ্যে দিয়ে বন্দরনগরী জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব বৃদ্ধি পাবে। চট্টগ্রাম হয়ে উঠবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব।

বেড়িবাঁধ পরিদর্শনের সময় ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, অধ্যাপক মো. ইসমাইল, আব্দুল মান্নান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্ববধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর