chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মৃতের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই : করোনা ভাইরাস

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৯০ ছাড়িয়েছে।জাপানে একটি ক্রুজ জাহাজে ১০ জনের শরীরে ভাইসরাটি ধরা পড়েছে আর হংকংয়ের প্রথম মৃত্যুর ঘটনার পর সেখানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুটি মার্কিন এয়ারলাইন্স।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আরও ৬৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, এতে চীনের মূলভূখণ্ডে মৃতের সংখ্যা ৪৯০ জনের দাঁড়িয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনাই ভাইরাসটির উৎসস্থল বলে বিবেচিত অবরুদ্ধ শহর উহান ও এর আশপাশে ঘটেছে।
ভাইরাসটিতে চীনের মূলভূখণ্ডের বাইরে এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। হংকংয়ের ৩৯ বছর বয়সী এক ব্যক্তি উহান শহরে ঘুরতে গিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হন, নিজ শহরে ফেরার পর মঙ্গলবার তিনি মারা যান। গত সপ্তাহে উহান থেকে ফিলিপাইনে যাওয়া এক চীনা ব্যক্তির মৃত্যু হয়। চীনের বাইরে মৃত্যুর প্রথম ঘটনা এটি।
চীনের মূলভূখণ্ডজুড়ে মঙ্গলবার আরও ৩৮৮৭ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, এতে আক্রান্তের মোট সংখ্যা ২৪ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর