chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা।

গতকাল শনিবার (২৩ অক্টোবর) নগরের কোতোয়ালী মোড় এলাকা থেকে রিমন শীল (২০) ওই যুবককে আটক করা হয়। সে বিজয় শীলের ছেলে।

র্যা ব জানায়, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দীন এক ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজাকি যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা নামে প্রচার করে সাম্প্রদায়ীক বিনষ্টের পায়তারা করছিল
এক যুবক। এরপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এক পর্যায়ে অভিযান চালিয়ে কোতোয়ালী মোড় থেকে রিমন শীলকে আটক করা হয়।

র্যা ব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক মো. নূরুল আবছার জানান, ওই যুবক ঢাকার সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে আপলোড করে সাম্প্রদায়ীক সম্প্রতি বিনষ্টের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হয়েছে।

এদিকে অপর এক অভিযানে জীনের বাদশা সেজে সকল সমস্যার সমাধানের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. সাজেদ আফসার (২১),মো. জাহিদুল আলম (২৪), মো. আবুল কালাম রাজন (২১), মো. তানজিল (১৯), ও মো. সজিব (১৯)।

প্রতারক চক্রটি দীর্ঘদিন গুরু ও আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন জ্বিন পরীদের বাদশা সেজে মানুষের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেয় বলে জানায় র্যা ব।

আরকে/

এই বিভাগের আরও খবর