chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে কমিয়ে আনবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ২০৬০ সাল নাগাদ সৌদি আরবে কার্বন নিঃসরণ শূন্যতে কমিয়ে আনার প্রতুশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার (২৩ অক্টোবর) রিয়াদে সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ফোরামে বক্তৃতার সময় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, ২০৩০ সাল থেকে প্রতি বছর ২৭৮ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাবে সৌদি আরব। এর মাধ্যমে দেশটি আস্তে আস্তে কার্বন চক্র অর্থনীতি গ্রহণ করবে, যা ২০৬০ সাল নাগাদ শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে।

এছাড়া মিথেন গ্যাস নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ। তিনি জানান, ২০৩০ সাল নাগাদ তার দেশ ৩০ শতাংশ মিথেন গ্যাস নিঃসরণ কমিয়ে আনবে।

আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোপ২৬ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আগে সৌদির এমন প্রতিশ্রুতি এলো।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর