chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শ্রেণিকক্ষে ফিরল চবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দেড় বছর পর আবারও ক্লাসে ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়েছে। এতে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষকের সান্নিধ্য পেয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া বন্ধুদের কাছে পেয়ে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না।

করোনার কারণে ২০১৯ সালের ১৮ মার্চ থেকে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা-কার্যক্রম। বার বার ক্যাম্পাস খোলা বা পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও করোনা সব কিছু থমকে দেয়। অবশেষে দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর আজ (১৯ অক্টোবর) থেকে খুলেছে বিশ্ববিদ্যালয়।

এদিকে ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হওয়ায় ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরেছেন বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় ফিরলেও ক্লাস কার্যক্রম শুরু না হওয়ায় এতোদিন অপেক্ষার প্রহর গুনতে হয়েছিলো তাদের। অবশেষে সকল বাধা পেরিয়ে ক্লাস কার্যক্রম শুরু হওয়ায় বেশ উদ্দীপ্ত শিক্ষার্থীরা।

চবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, শিক্ষার্থী এবং আমরা শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে। অবশেষে আমরা সেই সময়টায় পৌঁছেছি। দীর্ঘ প্রায় ১৯ মাস পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিলো।

চবির আইন অনুষদের শিক্ষক হাসান মুহাম্মদ রোমান বলেন, আজ আমাদের বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হয়েছে। এটি একটি ভালো অনুভূতি। হলও খুলেছে। অনেকদিন পর শিক্ষার্থীদের সাথে দেখা হয়েছে; প্রাণ খুলে কথা বলেছি। আজ ক্লাস শুরুর মাধ্যমে সবকিছু স্বাভাবিক হয়েছে। একজন শিক্ষকের পরিপূর্ণতা আসে শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে। যদিও অনলাইনে ক্লাস হয়েছে; তবে সেখানে অফলাইনের মতো তৃপ্তি পাওয়া যায় না। আশা করি আমরা সবাই সুন্দরভাবে আগামীর দিনগুলো পার করতে পারবো।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর