chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপের মূল পর্বে খেলার ব্যাপারে আত্ববিশ্বাসী ডোমিঙ্গো

খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে মূল পর্বে খেলার সমীকরণটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গোও মানছেন কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে দলের জন্য।

ওমান ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘ওমান খুব ভালো ক্রিকেট খেলছে। তারাও পরের রাউন্ডে উঠতে মরিয়া। আমাদের জন্য কঠিন (পরের রাউন্ডে ওঠা), তবে ছেলেরা জানে যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তবে আমাদের সামনেও বেশ ভালো সুযোগ আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠাই ছিল বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। টাইগাররা নিজেরাই সেই রাস্তা কঠিন করে তুলেছে স্কটিশদের কাছে হেরে। তবে খেলোয়াড়রা এই হারে ভেঙে পড়েনি। ডোমিঙ্গো বলেন, ‘আমরা পরের রাউন্ডে যাবো, ছেলেদের মধ্যে এই আত্মবিশ্বাসটা আছে। ওদের মধ্যে বিশ্বাস আছে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াব এবং বিশ্বকাপের মূল পর্বে উত্তীর্ণ হবো।’

প্রতিপক্ষকে সমীহ করেই টাইগাররা আজ তাই মাঠে বলে জানালেন ডোমিঙ্গো, ‘ওমানের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে। তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী দল। তার ওপর দলটি আবার খেলবে ঘরের মাঠে। প্রথম ম্যাচে ওমান ভালোভাবে জিতেছে। তবে আমাদের শুধু তাদের ওপর তাকিয়ে থাকলে চলবে না। আমাদেরকে আমাদের নিজেদের পারফরম্যান্স, স্কিল এবং লক্ষ্যে মনোযোগ দিতে হবে।’

স্কটল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষের দিকে খাপছাড়া বোলিং করলেও, শুরুতে বাংলাদেশের বোলাররা ছিলেন দারুণ। তবে ব্যাটাররা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হতাশই করে গেছেন। দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার বরাবরের মতো ব্যর্থ। উইকেটে সেট হয়েও সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা ম্যাচ শেষ করতে আসতে পারেননি। উল্টো বল হজম করে দলকে ফেলেছেন চাপে।

অপ্রত্যাশিত হারের পর কাঠগড়ায় তাই এমন নির্জীব ব্যাটিং। সবাই দুষছেন সাকিব-মুশফিকদের। তবে সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন ডোমিঙ্গো, ‘আপনি এই হারে তাদের দোষ দিতে পারেন না। তারা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার। হয়তো সেদিন নিজেদের লেভেল অনুযায়ী খেলতে পারেনি তারা।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর